করোনা মহামারির মধ্যে ঘোষিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্য ও আমদানিতে কর ছাড় ও কিছু পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু এখনো এর প্রভাব দেখা যায়নি বাজারে।
কোভিডকালে কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা পণ্যের। সে হিসেবে দাম কমবে করোনাভাইরাস টেস্ট কিট, হ্যান্ড গ্লাবস, মাস্কের। ওষুধ তৈরির দেশিয় কাঁচামালের দাম কমে যাওয়ায় কমবে ওষুধের দামও। আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমার তালিকায় আছে স্বর্ণও।
তবে বিক্রেতারা বলছেন, এখনো এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই।
এদিকে, অন্যান্য বছর বাজেট উপস্থাপনের পরই বাজারে বেড়ে যায় আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা পণ্যের দাম। তবে এবার কর আরোপের খবরেও বাড়েনি আমদানি করা তরল দুধ, দুগ্ধজাতীয় পণ্য, মধু ও চকলেটের দাম।
অর্থনীতিবিদের মত, করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েনি।
অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, করোনার প্রভাবে এখন মানুষের হাতে আয় নাই, এবং চাহিদার একটা সংকট রয়েছে। দাম আগেই বাড়িয়ে দেয়ার যে প্রবণতা তা এবার দেখা যায় নাই।
কোভিড পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে কড়াকড়িও দাম নিয়ন্ত্রণে থাকার আরেকটি বড় কারণ বলে মনে করেন তিনি।
0 coment rios: