বুধবার, ২৭ মে, ২০২০

দ্বিতীয় বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। তারপরও দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। আর এমন পরিস্থিতিতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ।

জানা গেছে, গত ১২ মে দীর্ঘদিনের প্রেমিক রহমান জনের সঙ্গে শখের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা।

ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন। আর ঈদের পর বিয়ের খবরটা ঘটা করেই সবাইকে জানাবেন জন-শখ দম্পতি।

বিয়ে প্রসঙ্গে শখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন আনিকা কবির শখ। বিয়ের দুই বছরের মাথায় ‘মতানৈক্যের জেরে’ ভেঙে যায় তাদের সংসার।


শেয়ার করুন

Author:

উন্নত বাংলাদেশ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পত্রিকা.

0 coment rios: