সুশান্তের মামা আরসি সিং এই ঘটনা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।
তিনি আরো বলেন, রাজ্য পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই। আর তাই এই ঘটনা তদন্তের ভার সিবিআইকে দেয়া হোক।
সপ্তাহ খানেক আগে বলিউডের জনপ্রিয় এ জনপ্রিয় অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মারা যান। তিনি ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সালিয়ান বরুণ অভিনেতা শর্মারও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
দিশা সালিয়ানের মৃত্যুকেও হত্যাকাণ্ড বলে দাবি করেন সুশান্তের মামা। একজন জাতীয়তাবাদী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে মুম্বাই পুলিশ বলছে, সুশান্ত দীর্ঘদিন থেকে অবসাদে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন।
এর আগে এনডিটিভির খবরে বলা হয়েছিল, মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। বাড়ির পরিচারিকা ফোন করে পুলিশে খবর দেন বলে জানা যায়। বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা।
শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।
0 coment rios: