আজ ১০ জুন
পদ্মা সেতু তে ৩১তম স্প্যান বসানো হলো। সেতুর ২৫ ও ২৬ নম্বর পিয়ারে শরিয়তপুরের
জাজিরা প্রান্তে 5-এ স্প্যান বসানো হয়। অন্য দিকে ৩১ তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হওয়ায়
আর মাত্র ১০ টি স্প্যান বসানোর কাজ বাকি রয়েছে।
আজ ১০ জুন
বিকাল চারটায় ৩১তম স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ হয়। এর আগে সকাল ৯টায় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের
তিন হাজার ১৪০টন ওজনের স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার
‘তিয়ান ই’ ভাসমান ক্রেন বহন করে রওনা দেয়। নির্ধারিত
পিলারের কাছে পৌঁছায় দুপুর একটার দিকে।
সেতুর ১৫ ও ১৬ নম্বর পিলারের কাছে স্প্যানবহনকারী
ক্রেনটি ডুবচর ও তীব্র স্রোতের কারনে আটকা পড়ে গিয়েছিল। এর জন্য বেশি সময় লেগেছে নির্ধারিত পিলারের কাছে
এসে পৌছাতে।
নির্ধারিত স্থানে পৌঁছানোর পর ভাসমান ক্রেনটি নোঙর
করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিং এর ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় থাকায় এবং
সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকৌশলীরা অল্প সময়ের মধ্যেই স্প্যান
বসাতে সক্ষম হন।
সেতুর ২৫ ও ২৬ নম্বর পিলার দুইটি শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে পড়েছে। এর জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব
ধরনের নৌ-যান চলাচল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকার কথা আগেই জানানো
হয়েছে।
৩০তম স্প্যান বসানোর ১১ দিনের মাথায় ৩১তম স্প্যান
বসানো হলো। ৩১ টি স্প্যান বসানোর
পর সেতুর চার হাজার ৬৫০ দৃশ্যমান হলো। এই ৩১
টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১০টি, মাঝের
স্প্যান স্থাপন করা হয়েছে ১ টি ও জাজিরা প্রান্তের ২০ টি স্প্যানের সবগুলো স্থাপন করা
হয়েছে। বৈশ্বিক মহামারীর
মধ্যেও সেতুর পাঁচটি স্প্যান বসানো হয়েছে।”
পদ্মা সেতুর জন্য প্রয়োজন ৪১টি স্প্যান এর মধ্যে
২ টি স্প্যান মাওয়া আসা বাকী রয়েছে। আগামীকাল
বিকাল ০৪:০০ ঘটিকায় উক্ত স্প্যানবাহী জাহাজ এমভি কং সিউ সং চট্রগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে
পৌছাবে। চট্টগ্রাম বন্দরে
প্রয়োজনীয় শুল্ক পরিশোধ ও কাস্টমস ক্লিয়ারেন্স শেষে খুব শীঘ্রই স্প্যান ২টি মংলা হয়ে
মাওয়া সাইটে পৌছবে।
ইতোমধ্যে, মূল সেতুর ২৯১৭ টি
রোডওয়ে স্ল্যাব এর মধ্যে ৬২৯ টি এবং ২৯৫৯ টি
রেলওয়ে স্ল্যাব এর মধ্যে ১১০৫ টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪ টি সুপার টি- গার্ডার
এর মধ্যে ১৫০ টি স্থাপন করা হয়েছে।
৩০ শে মে/২০২০ পর্যন্ত মূল সেতুর অগ্রগতি-৮৭.৫০%,
নদীশাসন
কাজের অগ্রগতি- ৭২.০০% এবং সার্বিক অগ্রগতি-৭৯.৫০%
0 coment rios: