গত ৩০ মে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি দাপ্তরিক পত্র পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়। একই পত্রে গুরুতর এ বিষয়ে ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ডিসিপ্লিন) এর দৃষ্টি আকর্ষণও করা হয়।
চিঠিতে ডিএমপি কমিশনার, ডিএমপির বিভিন্ন কেনাকাটায় ইমাম হোসেনের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ করেন। একই সাথে ইমাম হোসেন তাকেও ডিএমপির বিভিন্ন কেনাকাটায় পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেন বলে অভিযোগ করেন তিনি। এমন অবস্থায় যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে ডিএমপিতে রাখা সমীচিন হবে না উল্লেখ করে তাকে জরুরী ভিত্তিতে অন্যত্র বদলীর সুপারিশ জানানো হয়।
২০১২ সালে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেন ডিএপিতে পোস্টিং নিয়ে আসেন। পরে ডিএমপির ডিসি (অর্থ), ডিসি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে একই দফতরে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইমাম হোসেন।
0 coment rios: