রবিবার, ১৪ জুন, ২০২০

ভারতের সঙ্গে বিতর্কিত অংশ নিয়ে নেপালের পার্লামেন্টে মানচিত্র পাস!

ভারতের সঙ্গে বিতর্কিত তিন ভূখণ্ড নিজেদের মানচিত্রে যুক্ত করে নতুন একটি মানচিত্র পাস হয়েছে নেপালের পার্লামেন্টে। শনিবার (১৩ জুন) নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নতুন মানচিত্র অনুমোদনে আনা সংবিধান সংশোধনী বিল নিয়ে ভোটাভুটির আয়োজন করা হয়।


বিলটির পক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের ২৫৮ জন সদস্য। শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির পাশাপাশি প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এমনকি, ভারতীয় বংশোদ্ভূত নেপালি দলগুলোও বিলটি সমর্থন করেছে। নয়াদিল্লির আপত্তি উড়িয়ে নেপালের নতুন এই মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বিতর্কিত লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ ভূখণ্ডকে। চীন অধিকৃত তিব্বত লাগোয়া পিথোরাগড় জেলার ওই তিন ভূখণ্ডকে সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।

শেয়ার করুন

Author:

উন্নত বাংলাদেশ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পত্রিকা.

0 coment rios: