আগুনে নিহত ভুক্তভোগীর পরিবারের কাছে দেড় লাখ টাকা বিল চেয়েছিল ইউনাইটেড হাসপাতাল। দুইদিন মর্গে লাশ রাখার বিলও দাবি করে তারা। এ নিয়ে ক্ষোভ জানায় পরিবারটি। ইউনাইটেড কর্তৃপক্ষ, অগ্নিকাণ্ডটি "শুধু দুর্ঘটনা" বললেও স্বজনরা দেখেছেন, ভয়ঙ্কর গাফিলতি। হাসপাতালের দাবি, সবার বিল মওকুফ করা হয়েছে।
সূত্রঃ Jamuna Tv
0 coment rios: