সোমবার, ১ জুন, ২০২০

পুড়ে মরা রোগীরও দেড় লাখ টাকা বিল চায় ইউনাইটেড হাসপাতাল!। United Hospital



আগুনে নিহত ভুক্তভোগীর পরিবারের কাছে দেড় লাখ টাকা বিল চেয়েছিল ইউনাইটেড হাসপাতাল। দুইদিন মর্গে লাশ রাখার বিলও দাবি করে তারা। এ নিয়ে ক্ষোভ জানায় পরিবারটি। ইউনাইটেড কর্তৃপক্ষ, অগ্নিকাণ্ডটি "শুধু দুর্ঘটনা" বললেও স্বজনরা দেখেছেন, ভয়ঙ্কর গাফিলতি। হাসপাতালের দাবি, সবার বিল মওকুফ করা হয়েছে।

সূত্রঃ Jamuna Tv

শেয়ার করুন

Author:

উন্নত বাংলাদেশ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পত্রিকা.

0 coment rios: