বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

চাঁদপুর আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার এক ঘণ্টার মধ্যে দুজন মারা গেছেন।  

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টায় ভর্তি হয় সুনীল সাহা (৬০) নামের এক ব্যক্তি। তিনি এক ঘণ্টা পর মারা যান। জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় সুনীল সাহার বাড়ি। রাত সাড়ে ১১টার দিকে লাভলী আক্তার (৩০) নামে এক নারীকে নিয়ে আসা হলে ঠিক এক ঘণ্টা পর তিনিও মারা যান। তার বাড়ি চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এ দুজনকে ভর্তি করা হয়। কিন্তু তাদের অবস্থা ছিল সংকটাপন্ন। ফলে রোগীর অক্সিজেনের মাত্রা ৫০ এর নিচে নেমে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

ডা. রুবেল আরও জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন ও সৎকার করা হয়েছে।


এদিকে এ পর্যন্ত চাঁদপুরে করোনা পজিটিভ নিয়ে আক্রান্ত হয়েছেন ৫ শতাধিক। মারা গেছেন ৪৩ জন। আর উপসর্গ নিয়ে মারা যান আরও ৬৫ জন।

তবে ভয়াবহভাবে এমন মহামারি ছড়িয়ে পড়ার পরও জেলায় পুরোপুরিভাবে এখনও লকডাউন কার্যকর অথবা রেড জোন ঘোষণা করা হয়নি।

এ নিয়ে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের অসচেতনতাকে দায়ী করছেন সাধারণ জনগণ। অন্যদিকে জনগণকে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে সুশীল সমাজ।


এমন পরিস্থিতিতে জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এবং তাদের অবস্থান চিহ্নিত করে ম্যাপিং বা ছক তৈরি করা হয়েছে। এটি কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Author:

উন্নত বাংলাদেশ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পত্রিকা.

0 coment rios: