অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ফুল দিয়ে করোনাজয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা জানান।
তিনি মনে করেন, এই সংবর্ধনার মাধ্যমে পুলিশ বিভাগের সবার মধ্যে করোনাভীতি দূর হবে এবং কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, করোনা সংক্রমনরোধে দায়িত্ব পালন করতে গিয়ে গত প্রায় তিন মাসে জেলার ১৪৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১০১ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। আক্রান্ত আরও ৪৮ জন সদস্য এখনো আইসোলেশনে চিকিৎসাধীন থাকলেও তাদের অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তারা কাজে যোগদান করতে পারবেন বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার দাবি করেন, নারায়ণগঞ্জে করোনা পরিস্থির উন্নতির মাধ্যমে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে।
তবে জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে করোন ভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জন এবং আক্রান্ত ২ হাজার ৯২৩ জনে। তবে করোনায় আক্রান্ত ৮০৬ জন ব্যক্তি সুস্থ হয়েছেন।
তিনি মনে করেন, এই সংবর্ধনার মাধ্যমে পুলিশ বিভাগের সবার মধ্যে করোনাভীতি দূর হবে এবং কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, করোনা সংক্রমনরোধে দায়িত্ব পালন করতে গিয়ে গত প্রায় তিন মাসে জেলার ১৪৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১০১ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। আক্রান্ত আরও ৪৮ জন সদস্য এখনো আইসোলেশনে চিকিৎসাধীন থাকলেও তাদের অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তারা কাজে যোগদান করতে পারবেন বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার দাবি করেন, নারায়ণগঞ্জে করোনা পরিস্থির উন্নতির মাধ্যমে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে।
তবে জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে করোন ভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জন এবং আক্রান্ত ২ হাজার ৯২৩ জনে। তবে করোনায় আক্রান্ত ৮০৬ জন ব্যক্তি সুস্থ হয়েছেন।
0 coment rios: