সোমবার, ২৫ মে, ২০২০

সাবেক এমপি হাজি মকবুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার (২৪ মে) রাতে এক বিবৃতিতে তিনি মকবুল হোসেনের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মকবুল হোসেন রোববার রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ করেন।  তার বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেয়ার করুন

Author:

উন্নত বাংলাদেশ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পত্রিকা.

0 coment rios: