করোনার কারণে সৃষ্ট সংকট যতদিন থাকবে, ততদিন সরকার জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ এ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কার্যকর টিকা যতদিন না আসবে, ততদিন এই সংকটের পরিপূর্ণ সমাধান হবে না। কিন্তু জীবন তো থেমে থাকে না। তাই আস্তে আস্তে জীবিকায় ফিরতে হবে।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য জনগণে আয়-রোজগার বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তো সম্ভবই না। তবে এই সংকট যতদিন থাকবে ততদিন আমি ও আমার সরকার জনগণের পাশে থাকব।
প্রধানমন্ত্রী আরো বলেন, কথায় বলে বিপদ একা আসে না। করোনা সংকটের মধ্যেই দেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। পূর্ব প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে। যদিও কয়েকটি স্থানে গাছ পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে চলমান করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশ্য ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন তিনি।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর এ ভাষণ সরাসরি সম্প্রচার করে। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করে।
0 coment rios: