সর্বশেষ

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

 

বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রয়টার্সের ফাইল ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব।


এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওইদিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন।
 
সফরের তৃতীয় দিন শনিবার (১৫ মার্চ) ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একইদিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গুতেরেস। রমজান মাস হওয়ায় মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি ঢাকাস্থ জাতিসংঘ অফিস।


জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

গরমে এসির তাপমাত্রা কত থাকলে শরীর সুস্থ থাকে?

গরমে এসির তাপমাত্রা কত থাকলে শরীর সুস্থ থাকে?

 

গরমে এসির তাপমাত্রা কত থাকলে শরীর সুস্থ থাকে?


গরমে দাবদাহে প্রশান্তির ছোঁয়া পেতে এসি ছাড়া যেন চলছেই না। কিন্তু আপনি কি জানেন, সুস্থতা নিশ্চিতে এসির তাপমাত্রা কত থাকা ভালো?






কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. আশিস মিত্র বলছেন, তীব্র গরমে সঠিক তাপমাত্রায় না থাকলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। গরমে যা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সবারই জানা প্রয়োজন ঠিক কত তাপমাত্রায় এসি চালানো উচিত।

 
ডা. আশিস বলেন, ঘরে এসি ব্যবহার করলে সঠিক কত পয়েন্টে রাখতে হবে তা বলা যাচ্ছে না। কারণ প্রাকৃতিক তাপমাত্রা কথনও বাড়ছে আবার কখনও কমছে। তাই আমি বলব, বাইরের তাপমাত্রা আর ঘরের তাপমাত্রার পার্থক্য সর্বোচ্চ ১০ থেকে ১৩ হওয়া প্রয়োজন। আর সে হিসাবেই এসির পয়েন্ট নির্ধারণ করা উচিত।
 
উদাহরণ টেনে ডা. আশিস বলেন, ধরুন বাইরে তাপমাত্রা ৪০ চলতে থাকলে এসির পয়েন্ট হতে হবে ২৭ অথবা ২৮। এ নিয়ম মেনে চললেই শারীরিক কোনো সমস্যা হবে না। হুট করে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা কমবে।
 
অনেকেই রাতে ঘুমাতে যাওয়ার আগে এসির পয়েন্ট  ২৪ থেকে ২৬ ডিগ্রি দিয়ে দেন। এত ঠান্ডায় ঘুমানো শান্তির মনে হলেও তা শরীরে নানা জটিলতা তৈরি করতে পারে। তাই ঘুমানোর সময় ২৪ থেকে ২৬ ডিগ্রি এসির পয়েন্ট দেয়ার পর স্লিপ মোড অন করে দিন। এতে  ধীরে ধীরে বাইরের তাপমাত্রা অনুযায়ী এসি নিজের টেম্পারেচার ঠিক করে নেবে।

 
যেসব এসিতে স্লিপ মোড নেই, তাদের ক্ষেত্রে ডা. আশিস বলছেন, এসি বন্ধ করে ফ্যান মোড বা পাখা চালিয়ে দিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গরমে অনেকটা সময় কাটিয়ে হঠাৎ এসি রুমে ঢুকে পরবেন না। এতে রক্তের ধমনী সংকুচিত হয়ে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

 
তাই চেষ্টা করুন, এসি রুম থেকে বের হয়ে কিছুক্ষণ ছায়ায় থেকে তারপর রোদে বের হতে। আবার রাস্তার প্রখর রোদ থেকে কিছুক্ষণ ছায়ায় দাঁড়িয়ে তারপরই এসি রুমে প্রবেশ করুন।  
বৃষ্টি বেড়ে গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি বেড়ে গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি বেড়ে গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস



তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস। আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে গরম কিছুটা কমার পূর্বাভাস মিলেছে।





এতে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 

তাপপ্রবাহ: যশোর ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। 

দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

তৃতীয় দিনের অবস্থায় বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজেদের ইচ্ছেমতো জন্ম তারিখ বসানো যাবে না

নিজেদের ইচ্ছেমতো জন্ম তারিখ বসানো যাবে না

 জন্মসনদে উল্লেখ থাকা মূল জন্ম তারিখ পরিবর্তন করে পাবলিক পরীক্ষা, জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ পরিবর্তনের আবেদন গ্রহণ করা যাবে না। এখন থেকে নিজেদের ইচ্ছেমতো জন্ম তারিখ বসানো যাবে না।


জন্ম সনদ ফরম। ছবি: সংগৃহীত


সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এরই মধ্যে রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসানের সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা সব জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ (সংশোধিত ২০১৩) অনুসরণে বাংলাদেশের নাগরিকদের দেশে বা বিদেশে অবস্থানরত জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়। এ আইন এবং এ আইনের অধীন প্রণীত বিধিতে শিশুর জন্মের পরপর এবং ব্যক্তির মৃত্যুর পরপর মৃত্যুর খবর রেজিস্ট্রারকে দেয়া ও নিবন্ধন করানোর তাগিদ রয়েছে।

চিঠিতে বলা হয়,  ‘শিশুর ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদে লিখিত তারিখ তার প্রথম এবং আদি জন্ম তারিখ এবং এ তারিখের ভিত্তিতেই তার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র তৈরি হয়ে থাকে। কিন্তু পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে, অনেক ক্ষেত্রেই পাবলিক পরীক্ষায় রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট করার সময় জন্ম নিবন্ধন সনদে উল্লেখ করা তারিখের পরিবর্তে অন্য একটি জন্ম তারিখ বসিয়ে পাবলিক পরীক্ষায় রেজিস্ট্রেশন, পাবলিক পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করা হয়।’


‘পাবলিক পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের আদলে জন্মসনদ বিশেষ করে জন্ম তারিখ সংশোধন করে দেয়ার জন্য পীড়াপীড়ি করা হয়। নিবন্ধক অফিস এসব আবেদন গ্রহণ করে থাকে, আপলোড করে এবং অনুমোদনের জন্যও পাঠানো হয়। ইহা সমীচীন নয়,’ বলা হয় চিঠিতে।

নির্দেশনায় বলা হয়, ‘কোনো নিবন্ধক অফিসে জন্মসনদের মূল জন্ম তারিখ পরিবর্তন করে পাবলিক পরীক্ষা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি করে জন্ম তারিখ বা জন্ম সাল পরিবর্তনের আবেদন যেন গ্রহণ না করা হয়, আপলোড না করা হয় এবং অনুমোদনের জন্য যেন পাঠানো না হয়, সেই অনুরোধ করা হলো।’ এ ধরনের আবেদন মোটেও অনুমোদনযোগ্য নয়। বিষয়টি অধিক্ষেত্রের সব নিবন্ধন অফিসকে জানিয়ে দেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদুল হাসান বলেন, অনেকেই এনআইডি-পাসপোর্ট করার সময় বলে তার জন্ম নিবন্ধন হয়নি। পাবলিক পরিক্ষার সার্টিফিকেটের ক্ষেত্রেও অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে জন্মতারিখ বসায়। পরবর্তীতে আমাদের কাছে এসে বলে ছোট ভুল হয়েছে, সে অনুযায়ী ঠিক করে দেয়ার অনুরোধ করে। সংশোধনের ক্ষেত্রে নাম ভুল হতে পারে বা টাইপিং মিসটেক হতে পারে; সেগুলো করা যেতে পারে। কিন্তু জন্ম তারিখ নিয়ে মূলত আমাদের কনসার্ন।


তিনি বলেন, ‘অনেকের জন্মসাল ১৯৮৫ হলে এসে বলে ১৯৮৯ করে দেন। এগুলো কি সম্ভব? তাই জন্ম নিবন্ধন যদি আগে হয়ে থাকে, পরবর্তীগুলো যদি বিকৃত হয়ে থাকে, সেগুলো আমরা সংশোধন করব না। জন্মনিবন্ধন বিকৃত করে পরে আবার এসে আমাদের কাছে কারেকশন চাইবে, সেটি আমরা দেবো না।’

বিপিএল প্লে-অফের টিকিটের দাম বেড়েছে

বিপিএল প্লে-অফের টিকিটের দাম বেড়েছে

বিপিএলের প্লে-অফের টিকিট পাওয়া যাচ্ছে শনিবার (১১ ফেব্রুয়ারি) থেকে। এই টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও। তবে লিগ পর্বের তুলনায় প্লে-অফ ম্যাচগুলোর টিকিটের দাম বেড়েছে।


বিপিএল টিকিট। ছবি: সংগৃহীত



রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হচ্ছে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। মাঠে বসে প্লে-অফ উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট কাউন্টার সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন: কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা 

মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা, সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য ৮০০, ভিয়াইপি ১৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে।

এদিকে লিগ পর্বের শেষ ম্যাচগুলোতে মিরপুরের গ্যালারিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। প্লে-অফের লড়াই হতে যাচ্ছে আরও জমজমাট। চার দলেই যোগ দিয়েছে একাধিক তারকা ক্রিকেটার।


কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা

কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা

 বিপিএলের শেষ মুহূর্তে দলগুলো তাদের শক্তি বাড়াতে উড়িয়ে আনছে বিদেশি খেলোয়াড়দের। যেমন কুমিল্লা তাদের শক্তি বাড়াতে ও শিরোপা ধরে রাখার মিশনে উড়িয়ে এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে। এদিকে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসা।


মঈন আলি (বামে) এবং ভানুকা রাজাপাকসা। ছবি: সংগৃহীত


রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হচ্ছে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। মাঠে বসে প্লে-অফ উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট কাউন্টার সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত খোলা থাকবে।


মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা, সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য ৮০০, ভিয়াইপি ১৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে।

এদিকে লিগ পর্বের শেষ ম্যাচগুলোতে মিরপুরের গ্যালারিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। প্লে-অফের লড়াই হতে যাচ্ছে আরও জমজমাট। চার দলেই যোগ দিয়েছে একাধিক তারকা ক্রিকেটার।

মেট্রোরেলে যুক্ত হলো আরও দুটি স্টেশন

মেট্রোরেলে যুক্ত হলো আরও দুটি স্টেশন

 

মেট্রোরেল স্টেশন চালুর তালিকায় যুক্ত হলো আরও দুটি স্টেশন। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


ফাইল ছবি


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মেট্রোরেলের অফিসে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দীক বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা সেন্টার বা দুই নম্বর স্টেশন। এরপরের ধাপেই ১ মার্চ মিরপুর-১০ স্টেশন চালু হবে। আর অবশিষ্ট ৪টি স্টেশন আগামী ২৬ মার্চের মধ্যেই চালু হবে।


অন্য স্টেশনগুলো হলো: উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া।

তিনি জানান, মেট্রোরেলের সকাল থেকে রাত পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা পেতে আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মেট্রোরেলের আয় সম্পর্কে ডিএমটিসিএল পরিচালক বলেন, গত ২৮ ডিসেম্বর চালুর পর এখন পর্যন্ত মেট্রোরেলে চলাচল করেছে সাড়ে ৪ লাখ যাত্রী যা থেকে আয় হয়েছে সাড়ে ৩ কোটি টাকা।

গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। বহু অপেক্ষার পালা শেষ করে এদিন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের প্রথম যাত্রীও ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সীমিত পরিসরে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলে মেট্রোরেল। পরে ২৫ জানুয়ারি পল্লবী স্টেশনেও থামা শুরু করে মেট্রোরেল।

উল্লেখ্য, ২০১২ সালে নেয়া মেট্রোরেল প্রকল্প এক দশক পর আংশিক চালু হয়েছে। চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে থাকছে ১৭টি স্টেশন।


মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় ২০২১ সালের আগস্টে। পরে ১৬ মাস পরীক্ষামূলক চলাচল শেষে ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালু হয়।